
বিএনপির ঐক্যে নাটকীয় মোড়
আবারও নাটকীয় মোড় নিয়েছে বিএনপির ঐক্য প্রক্রিয়া৷ দ্বিধাবিভক্ত দলটির দুই অংশই এখন বেগম খালেদা জিয়াকে নেত্রী মেনে ঐক্যের ব্যাপারে ইতিবাচক কথাবার্তা বলছেন৷ চেয়ারপারসনপন্থী নেতা হিসাবে পরিচিত ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ গতকাল এক প্রেস ব্রিফিংয়ে কোন রাখঢাক না করেই জানিয়ে দিয়েছেন যে, ঐক্য প্রক্রিয়া এখন চূড়ানত্ম পর্যায়ে৷ যে কোনদিনই দুইপৰ এক হয়ে যাবে৷ অন্যদিকে সংস্কারপন্থী গ্রম্নপের অস্থায়ী মহাসচিব মেজর (অব) হাফিজউদ্দিনও গতকাল বিবিসি রেডিওর সঙ্গে আলাপে ঐক্যের ব্যাপারে ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন৷ উভয়পৰের আরও কয়েকজন নেতা ঐক্যের ব্যাপারে পরস্পরের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন৷
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলের দ্বিতীয় দফা সংলাপ শেষে আগাম নির্বাচনের আর কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না৷ এতদিন আগাম নির্বাচনের একটা হাওয়া বইলেও সংলাপে রোডম্যাপ অনুযায়ীই নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলো ইসির সঙ্গে একমত হয়েছে৷ আওয়ামী লীগসহ অন্য দলগুলোও রোডম্যাপ মেনে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে তাদের আপত্তি থাকবে না বলে ইসিকে জানিয়েছে৷ অবশ্য রোডম্যাপ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে আওয়ামী লীগসহ কয়েকটি দল সংশয় প্রকাশ করে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার জন্য কমিশনের প্রতি আহবান জানায়৷ জবাবে কমিশনও বলেছে আগামী অক্টোবর নাগাদ তারা ভোটার তালিকার কাজ সম্পন্ন করে নির্বাচনের জন্য প্রসত্মুত হতে পারবে৷.