Thursday, February 28, 2008

আসুন দুনর্ীতিবাজদের ঘৃণা করি

আসুন দুনর্ীতিবাজদের ঘৃণা করি সেবাখাত (বিদু্যত্‍, গ্যাস, পানি ও টেলিফোন), পরিবহন ও যোগাযোগ খাতে দুনর্ীতির প্রমাণ কল্পকাহিনী বা রূপকথার কাহিনীকে ছাড়িয়ে গেছে৷ দুনর্ীতিবাজেরা সংগঠিতভাবে, সংঘবদ্ধভাবে অপরাধ করে এবং এভাবে কৃত অপরাধগুলো অন্যদিকে মোড় ঘুরিয়ে দেবার বা প্রমাণবিহীন করার মতো কৌশল অবলম্বন করে৷ আর এভাবেই সম্ভব হয়েছে সেবাখাতের নির্দিষ্ট একটি খাতে নিম্নপদস্থ কোনো ব্যক্তির হাজার কোটি টাকা বানানো, সেটা পত্রিকার হেডলাইনে এসেছে৷ দুনর্ীতিবাজরা আমাদের দেশের সৰমতা হ্রাস করে, অর্থনীতি ধ্বংস করছে, জাতীয় নিরাপত্তা বিঘি্নত করছে এবং তাদের বিলাসী জীবনযাপনের লৰ্য অর্জনের জন্য নোংরা রাজনীতির খেলা খেলছে৷ আমাদের সত্‍ চিনত্মাকে হত্যা করে, স্বাধীনতাকে অপহরণ করে একটি অসহায়, নিরাশ জাতিতে পরিণত করছে৷ এসব অভিশাপ থেকে মুক্তি পেতে হলে, আসুন, আমরা সবাই মিলে দুনর্ীতিবাজদের ঘৃণা করি৷ আলস্নাহ আমাদের মাতৃভূমিকে রৰা করম্নন৷

No comments: