Thursday, February 28, 2008

তরম্নণ নেতৃত্ব সময়ের দাবি

তরম্নণ নেতৃত্ব সময়ের দাবি সময়ের সঙ্গে সঙ্গে যেমন অনেক কিছু বদলায়, তেমনি দেশ পরিচালনার জন্য নেতৃত্বেও পরিবর্তন প্রত্যাশিত৷ আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যারা দলীয় প্রাথর্ীর জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা প্রায় নতুন৷ যেমন ডেমোক্রেট দলের দু'জনের মধ্যে বারাক ওবামা নতুন মুখ৷ আমাদের দেশে বিগত ৩৬ বছরে অনেক পরিবর্তন হয়েছে৷ কিন্তু মৃতু্য ছাড়া এখানে নেতৃত্বে তেমন একটা পরিবর্তন হয়নি৷ এদেশে যেহেতু রাজনীতি থেকে অবসর নেয়ার কোনো সংস্কৃতি বা প্রথা গড়ে ওঠেনি৷ আমৃতু্য নেতৃত্বে থাকার প্রবল ইচ্ছা৷ তাই নতুন নেতৃত্ব সৃষ্টি বাধাগ্রসত্ম হয়েছে৷ নির্বাচনের সময় দেখা গেছে ঘুরে-ফিরে একই মুখ নির্বাচন করছে এবং জনপ্রতিনিধি হচ্ছে৷ ৰমতার কলকাঠি তারাই নেড়েছে৷ এতে অনিয়ম, দুনর্ীতি ব্যাপক আকার ধারণ করছে৷ তাই আজ সময় এসেছে তরম্নণ নেতৃত্ব সৃষ্টির, যারা দেশকে উন্নয়ন, সমৃদ্ধির দিকে নিয়ে যাবে৷ যুগে যুগে তরম্নণরাই বিভিন্ন আন্দোলন, সংগ্রামে এগিয়ে এসেছে৷ তারাই দেশের প্রাণশক্তি৷ এক সময় দেশে শিৰার হার যেমন কম ছিল, তেমনি সরকারি বিশ্ববিদ্যালয়ও হাতেগোনা কয়টি ছিল৷ কিন্তু কর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ও হয়েছে অনেক৷ এতে উচ্চশিৰা লাভের ব্যাপক প্রসার ঘটছে৷ আধুনিক প্রযুক্তিনির্ভর ও বৈচিত্র্যময় বিষয়ে পড়াশোনা করে ছাত্র-ছাত্রীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পেয়েছে৷ বিভিন্ন ৰেত্রে তারা দৰ হয়ে উঠেছে৷ কিন্তু পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে মেধাবীরা বিদেশে পাড়ি জমাচ্ছে৷ এতে একদিকে মেধা পাচার হচ্ছে, অন্যদিকে জাতি মেধাবীদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে৷ কিন্তু এরা যদি দেশকে নেতৃত্ব দেয়, নিঃসন্দেহে দেশ উপকৃত হবে৷ কারণ তারা আধুনিক শিৰায় শিৰিত এবং দেশ-বিদেশের বাসত্মব অবস্থা সহজে অনুধাবনে সৰম৷ বর্তমানে যারা রাজনীতির সঙ্গে জড়িত, তারা যেই পন্থি হোন, ৰমতাসীনদের সঙ্গে যুক্ত ছিলেন কিংবা ৰমতায় যেতে আগ্রহী, তাদের মধ্যে দেশপ্রেম, শততার অভাব রয়েছে ৷ তারা দুনর্ীতি, অনিয়মের সঙ্গে জড়িয়ে গেছেন৷ তাদের কেউ কেউ উচ্চশিৰিত হয়েও জ্ঞানপাপী৷ তারা বিভিন্ন দেশ ও সংস্থার নেজুড়বৃত্তি করতে ব্যসত্ম৷ তাই পরিচিত ও পুরাতন এইসব নেতৃত্বের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না৷ আবার অনেক নতুন তথা ছাত্রনেতা নিকট অতীতে দুনর্ীতিতে জড়িয়ে গেছেন৷ তাই পরীৰিত, নিবেদিতপ্রাণ তরম্নণ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে৷ পরিশেষে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সত্‍, উচ্চশিৰিত সর্বোপরি দেশপ্রেমিক তরম্নণ নেতৃত্ব সময়ের দাবি৷ এ ব্যাপারে সচেতন দেশবাসীকে এগিয়ে আসতে হবে৷

No comments: