Thursday, February 28, 2008

জিডিপি প্রবৃদ্ধির হার ছয় শতাংশেরও নিচে নামবে

চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৬ শতাংশের নিচে নেমে আসবে৷ পরপর দুইদফা বন্যা ও সাইক্লোন, ব্যবসা-বাণিজ্যে আস্থাহীনতা এবং বিশ্ববাজারে তৈরি পোশাকের চাহিদা কমে যাওয়ায় জিডিপি প্রবৃদ্ধি কমে যেতে পারে৷ বোরো ধানের বাম্পার ফলন হলে চলতি অর্থ বছর শেষে মূল্যস্ফীতির হার বর্তমান ডাবল ডিজিট থেকে ৮ থেকে ৯ শতাংশে নেমে আসতে পারে৷ গতকাল বৃহস্পতিবার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ডিসেম্বর মাসের কোয়ার্টারলি ইকনোমিক আপডেট-এ এ কথা বলা হয়েছে৷ প্রতিবেদনে বলা হয়, সার ও জ্বালানি তেল আমদানি করতে গিয়ে সরকারকে বিপুল পরিমাণ অর্থ ভতর্ুকি দিতে হচ্ছে৷ এতে চলতি অর্থ বছরের বাজেট ঘাটতি জিডিপির ৪ দশমিক ৭ শতাংশে পেঁৗছাবে৷ তাই বাজেট ঘাটতি কমাতে সরকারের ভতর্ুকি কমানো উচিত৷ প্রতিবেদন প্রকাশ উপলৰে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এডিবির কান্ট্রি ডিরেক্টর হুয়া দু এবং ইকোনমিক টিমের প্রধান রেজাউল করিম খান৷ শেরে বাংলানগরের এডিবি কান্ট্রি অফিসে সংবাদ সম্মেলন হয়৷ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের ফলে ব্যবসায়ীদের মাঝে দৃশ্যত কিছু ভয় ও অনিশ্চয়তা দেখা দিয়েছে৷ কিন্তু সরকার এখন ব্যবসা-বাণিজ্য সহায়ক পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে৷ এছাড়া অভ্যনত্মরীণ উত্‍পাদন কমে যাওয়ায় অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ বাড়ছে৷ বলা হয়, আনত্মর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় ভতর্ুকি মূল্যে জ্বালানি তেল ও সার কেনায় আর্থিক ভারসাম্যে চাপ পড়ছে৷ এজন্য এ বছর ডিজেল ও কেরোসিনে সরকারকে জিডিপির প্রায় ১ দশমিক ৬ শতাংশ ভতর্ুকি দিতে হবে৷ তাই ভতর্ুকি পরিমাণ কমিয়ে আনা উচিত৷ এছাড়া কেরোসিন ও ডিজেল যেহেতু গরীব লোক ব্যবহার করে তাই তা বিক্রিতে আরো স্বচ্ছতা আনতে হবে৷ প্রতিবেদনে ব্যবসা-বাণিজ্যে আস্থাহীনতা এবং তৈরী পোশাক পণ্য রফতানিতে মন্দাবস্থার কারণে দেশের ম্যানুফ্যাকচারিং খাতে উত্‍পাদন কমে গেছে বলে উলেস্নখ করা হয়৷ এডিবি মনে করছে, চলতি অর্থ বছর কৃষিখাতে প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৪ শতাংশ৷ বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে শস্য, গবাদিপশু, পোল্ট্রি এবং মত্‍স্যখাতে ব্যাপক ৰতি হওয়ায় সার্বিকভাবে কৃষিতে প্রবৃদ্ধি কমে যাবে৷ বার্ড ফ্লু জনিত কারণে দেশের বিপর্যসত্ম পোল্ট্রি শিল্পখাতকে রৰা করতে সরকারকে পরামর্শ দেয়া হয়েছে এডিবির প্রতিবেদনে৷ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কারের ফলে রাজস্ব আদায় পরিস্থিতি অব্যাহতভাবে উন্নতি হচ্ছে৷ তবে জ্বালানি তেল ও সারে ভতর্ুকি , বন্যা ও সাইক্লোন পরবর্তী পুনর্বাসন কাজে সরকারের বাড়তি ব্যয়ের কারণে সরকারের আর্থিক ব্যবস্থাপনা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে৷ এডিবির কান্ট্রি ডিরেক্টর হুয়া দু বলেন, অর্থর্নৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রসত্ম হচ্ছে৷ ব্যবসা-বাণিজ্যে আস্থা ফিরিয়ে আনতে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত সংলাপের ব্যবস্থা করা উচিত৷

No comments: